আইটি বিশ্ব

১৩৩ দেশে একই প্রযুক্তিতে করোনা টেস্ট, ফল ৩০ মিনিটে: ডব্লিউএইচও

  rtwpdemo99 ৩০ সেপ্টেম্বর ২০২০ , ১০:৩৬ পিএম প্রিন্ট সংস্করণ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টে্ড্রোস আধানম। ফাইল ছবি

৩০ মিনিটের মধ্যেই করোনা পরীক্ষার ফল পাওয়া যাবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর এ সুবিধাটি পাবে বিশ্বের ১৩৩টি দেশ। এই টেস্টের জন্য খরচ পড়বে ৫ ডলার; যা ৫০০ টাকার কম।

সোমবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টে্ড্রোসআধানম এ কথা জানান। তিনি বলেন, নতুন, সহজে বহন ও ব্যবহারযোগ্য, এই পরীক্ষা কয়েক ঘণ্টা অথবা কয়েক দিন নয়, মাত্র ১৫ থেকে ৩০ মিনিটে করোনার ফল দিতে পারবে। র‌্যাপিড টেস্টের এই সুবিধা তুলনামূলক গরিব দেশগুলোর জন্য বেশ কাজে আসবে।

বিবিসির খবরে বলা হয়েছে, ওষুধ প্রস্তুতকারী অ্যাবট ও এসডি বায়োসেনসর চ্যারিটেবল বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে ১২০ মিলিয়ন পরীক্ষার জন্য সম্মত হয়েছেন বলে জানিয়েছেন ড. টে্ড্রোস আধানম। এই চুক্তিতে ১৩৩ টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন থেকে বিশ্বের ১৩৩টি দেশে নতুন এক প্রযুক্তির মাধ্যমে করোনা পরীক্ষা করা হবে।

লাতিন আমেরিকার অনেকগুলো দেশে প্রাণহানি ও সংক্রমণের হার সবচেয়ে বেশি। করোনায় ওই সব দেশগুলো বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।

Services Buy Now